সৌদি আরবে অবস্থানরত শ্যামনগরের একজন রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবু মুছা (২১)। সে ইশ্বরীপুর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর পুত্র। পারিবারিক সুত্রে জানাযায়, নিহত আবু মুছা জীবিকার তাগিদে ২ মাস আগে শ্রমিক হিসেবে সৌদি আরবে গমন করে। সৌদিতে গমনকালে বাড়িতে রেখে যায় মা বাবাসহ ৫ মাসের অন্ত:সত্তা স্ত্রীকে। এদিকে সৌদিতে অবস্থান করার পর আবু মুছা এস্কেবেটর মেশিনের ড্রাইভার হয়ে কাজ করতে থাকেন। গত ২৩ জুলাই সৌদি সময় বেলা ৪টা ও বাংলাদেশ সময় আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এস্কেবেটর মেশিনের মাধ্যমে পাথরের পাহাড় ভাঙ্গতে থাকে। এমতঅবস্থায় উপরে থাকা পাথরের স্তুপ ভেঙে পড়তে থাকলে জীবন বাঁচাতে নিহত আবু মুছা এস্কেবেটর থেকে লাফিয়ে নিচে পড়া মাত্রই উপরে থাকা পাথরের স্তুপ তার শরীরের উপর ভেঙে পড়ে তাকে চাপা দেয়। পরবর্তীতে সংবাদ পেয়ে সৌদির উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাপা পড়া পাথর অপসারণ করে তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন। এদিকে সৌদি প্রবাসী আবু মুছার করুন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে আনার পক্রিয়া চলছে বলে জানা গেছে।