• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
                               

শ্যামনগরে বিদ্যালয়ের ভবন উদ্বোধনের ব্যানারে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় সমালোচনার ঝড়

আশিকুজ্জামান লিমন / ৪১০ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩

শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নব নির্মিত ৫ তলা বিশিষ্ট ভবন উদ্বোধন অনুষ্ঠানের ব্যানারে ছিলো না জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রীর ছবি। এতোগুলো নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নজরে নেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। তার প্রতিবাদে স্কুল থেকে দুইটা ছবি খুলে ব্যানারের উপর টানান স্কুল কর্তৃপক্ষ। ২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের নব নির্মিত ৫ তলা বিশিষ্ট ভবন নির্মানে শিক্ষা প্রকৌশল বিভাগের ৫ কোটি টাকা বরাদ্দে ঠিকাদার প্রতিষ্ঠান রাফিক ট্রেডাস্ ও আবুল বাসার টেন্ডারটি গ্রহণ করেন। ২০২৩ সালে ভবন নির্মাণ তৈরি শেষ করেন ঠিকাদার প্রতিষ্ঠান। রোববার (১৬ জুলাই) বেলা ১২ টার দিকে বিদ্যালয়ের নব নির্মিত ভবনের নিচে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ্দ-জামান (সাঈদ), উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবি রঞ্জন মন্ডল, মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শমশের ঢালী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাতক্ষীরা জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাছিব শেখ, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান খান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতির মাধ্যমে স্থানীয় জাতীয় সংসদ সদস্যের ছবি থাকলেও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যানারে ছিলো না এটা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম বলেন, তাড়াহুড়ায় বিষয়টি খেয়াল করা হয়নি। উপজেলা চেয়ারম্যান বিষয়টি বলার পর আমি স্কুল থেকে ছবি খুলে ব্যানারের উপর লাগিয়েছি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (বিকাল ৪:১১)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ২৮
  • ৬৫
  • ৫৯
  • ৬৫০
  • ১,৭২৪
  • ২৫,৩২৫
  • ৩৪,২১৬