ভাতা বাড়ানোর দাবিতে বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভূক্ত পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা বিক্ষোভ করছেন। শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচির কথা থাকলেও তারা তা করতে পারেননি। তারা বিএসএমএমইউয়ের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পুলিশের বিভিন্ন ইউনিট রমনা জোনের এডিসি হারুনের নেতৃত্বে হাসপাতালের ফটকে অবস্থান নিয়েছে। আজ রোববার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে চিকিৎসকরা বিএসএমএমইউয়ের বটতলায় সমাবেত হন। অপর দিকে পুলিশের বিভিন্ন টিম ভাগ হয়ে হাসপাতালের গেটগুলোয় অবস্থান নেয়। চিকিৎসকরা বের হওয়ার চেষ্টা করেন এবং দাবি আদায়ের জন্য স্লোগান দেন।