এবার স্পাই জগতে পা রাখতে চলেছেন আলিয়া ভাট। শাহরুখ খান, হৃতিক রোশন , সালমান খানের মতো তাঁকেও সুপার এজেন্টের ভূমিকায় দেখা যাবে। যশরাজ ফিল্মসের একটি চলচ্চিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। যিনি বলিউডের এই সময়ের সফলতম অভিনেত্রী।
সব কিছু ঠিক থাকলে এটি হতে যাচ্ছে যশরাজ ফিল্মসের স্পাই নির্ভর অষ্টম সিনেমা। ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে শুরু হয়েছিল তাদের স্পাই নির্ভর চলচ্চিত্র নির্মাণ। এরপর একে একে মুক্তি পেয়েছে ‘টাইগার জিন্দা হ্যায়’, ওয়ার ও ‘পাঠান’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘টাইগার ৩।
উলেখ্য, আলিয়া ভাট অভিনীত সর্বশেষ তিনটি ছবিই সাফল্য পেয়েছে। এগুলো হলো ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র’। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। এছাড়া ১১ আগস্ট মুক্তি পাবে আলিয়ার প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অব স্টোন’।