ব্যাংককে অনুষ্ঠানরত এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে হিট পেরিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জহির রায়হান।
শনিবার হিটে জহিরের টাইমিং ২১.৬৭ সেকেন্ড। ২০০ মিটারে ৫টি হিট হয়েছে। প্রতি হিট থেকে প্রথম চারজন এবং বাকিদের মধ্য থেকে সেরা চার সেমিফাইনালে উঠেছেন। দুই নম্বর হিটে চতুর্থ হয়ে সেমিফাইনালে নাম লেখান জহির। আজই ফাইনালে উঠার লড়াইয়ে নামবেন তিনি।
এবারের এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫ অ্যাথলেট। ইমরানুর, জহির ছাড়া অন্য তিনজন রাকিবুল হাসান, মোহাম্মদ ইসমাইল ও রিতু আক্তার। গতকাল হাইজাম্পে রিতু আক্তার ক্যারিয়ার সেরার চেয়ে অনেক কম লাফিয়ে (১.৭০ মিটার) ১২তম হয়েছেন। দেশের সাবেক দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল আজ লংজাম্পে নামছেন।