কুমিল্লার আদর্শ সদর উপজেলায় প্রকাশ্যে শহিদুল ইসলাম কাউছার নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারুফ নামে আরো এক যুবক আহত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকালে উপজেলার আমড়াতলী ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার সিঙ্গাপুর গলিতে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম কাউছার কুমিল্লা নগরীর ৩ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকার শওকত হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। পরে দুই পক্ষই ঘটনাস্থল থেকে সরে এসে আবারও প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে যায়। বিকাল সাড়ে ৫টার দিকে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের কোপে গুরুতর আহত হয় কাউছার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আমড়াতলী ইউনিয়নের সদস্য (মেম্বার) মো. হাফিজুল ইসলাম বলেন, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন কাউছার। এই এলাকায় মাদকের প্রবণতা বেশি। দুই পক্ষের লোকজনই মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত। মাঝেমধ্যে সংঘর্ষে জড়ায়। আজ খুনের ঘটনা ঘটেছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলমান। সংঘর্ষের সময় কাদের কী ভূমিকা ছিল, তা খোঁজার চেষ্টা করছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।