বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে আর্জেন্টিনা নারী ক্রিকেট দল। চিলির বিপক্ষে স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ৪২৭ রান করে অবিশ্বাস্য রেকর্ড গড়েছে তাঁরা। পুরুষ বা নারী, আইসিসির স্বীকৃত কোনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এটাই সর্বোচ্চ ইনিংস। এর আগে গত বছর বাহরাইনের মেয়েরা করেছিল ৩১৮ রান, সৌদি আরবের বিপক্ষে। আর পুরুষদের মধ্যে সর্বোচ্চ ৩১৪ রান করেছিল নেপাল। গত শুক্রবার বুয়েন্স এইরেসে সিরিজের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪২৭ রান তোলে আর্জেন্টিনা। ৮৪ বলে ২৭টি চারের মারে ১৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন লুসিয়া টেইলর। তাঁর সমান বল খেলে ১৪৫ রান করেছেন আলবারতিনা গালান। দুইজনে মিলে উদ্বোধনী জুটিতে গড়েন ৩৫০ রানের জুটি। তবে আর্জেন্টিনার ইনিংসে নেই কোনো ছক্কার মার। বল হাতে চার ওভারে সর্বোচ্চ ৯২ রান দিয়েছেন কনস্ট্যান্স ওইয়ারসে। এই ফরম্যাটে এটাই সবচেয়ে খরুচে স্পেল। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৬৩ রানে অলআউট হয় চিলি। এতে ৩৬৪ রানে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। এটাও সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে মালির বিপক্ষে ৩০৪ রানে জিতেছিল উগান্ডা। ক্রিকইনফো