হিলিতে ট্রেনে কাটা পড়ে নয়ন হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি হিলি রেলস্টেশনের বুকিং সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের গবিন্দপুর গ্রামে। রোববার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস টেনে কাটা পড়ে তিনি নিহত হন।
এলাকাবাসী জানান, সকালে তিনি হিলি রেল স্টেশনে তিতুমির এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি করে নিজ বাড়ি ডাঙ্গাপাড়া এলাকার দিকে রওনা হয়। সকাল সাড়ে ১১টার দিকে একাকি রেললাইনের উপর দিয়ে হেটে যাচ্ছিল সে। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে থানায় খবর দিলে থানা এসে তার মৃতুদেহ উদ্ধার করে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ বলেন, খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। নিহত নয়ন বাবু হিলি রেল স্টেশনে বুকিং সহকারী হিসেবে কর্মরত ছিলো। আমরা তার মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।