মস্কো হামলায় জড়িতদের আটক করে নিপীড়নের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, একজন বন্দির কান কেটে তাকে জোর করে মুখে ঢুকিয়ে দিয়েছে নিরাপত্তা কর্মীর সদস্যরা। এ ছাড়া পুরুষাঙ্গে ইলেক্ট্রিক শক দেওয়ারও অভিযোগ উঠেছে। শুক্রবার মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলের হামলা ছিলো বহু বছরের মধ্যে রাশিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এখন পর্যন্ত এই ঘটনায় ১৩৩ জনের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। প্রায় ৬ হাজার রুশ ওই ইভেন্টের জন্য কনসার্ট হল কমপ্লেক্সে ছিলেন। মৃতের সংখ্যাও ঘটনার পর ক্রমাগত বেড়েছে
হামলার ঘটনায় মোট ১১ জনকে আটক করে রাশিয়া, যাদের মধ্যে হামলাকারীরাও রয়েছে বলে চিহ্নিত করা হয়। হামলাকারীরা আগুন ধরাতে ‘তরল দাহ্যবস্তু’ ব্যবহার করেছে বলে স্বীকার করে। আটক ১১ জনকে জিজ্ঞাসাবাদ করে মূল হামলাকারীদের খোঁজার চেষ্টাচালাচ্ছেন তদন্তকারীরা। জানা গেছে, আটককৃতদের পুরুষাঙ্গে ৮০ ভোল্টের ইল্টেকট্রিক শক দেওয়া হচ্ছে। একইসময়ে তাদের মাথায় পানি ঢালা হচ্ছে যেন শকের মাত্রা বেশি থাকে।
আদালতে যখন আটককৃতদের হাজির করা হয়, তখন তাদের শরীরে জখমের দাগ স্পষ্ট ছিল। কারও শরীরে ব্যান্ডেজও ছিল। একজনকে হুইলচেয়ারে করে আনা হয়। প্রায় পুরোটা সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন।