• বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
                               

হাত কেটে টিকটক করা চক্রের অন্যতম প্রধান গ্রেপ্তার

রিপোর্টারঃ / ২৮৫ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত হাত কেটে টিকটক করা গ্যাংয়ের অন্যতম প্রধান ইউনুছকে এক সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইউনুস (২৮) ও তার সহযোগী সাইফুল ইসলাম ছোট সাইফুল(৩৬)। গতকাল বুধবার মধ্যরাতে মোহাম্মদপুর থানার খিলজি রোড এলাকা থেকে ছিনতাই করার সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে এই কিশোর গ্যাং এর সদস্যরা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। তারা একত্রিত হয়ে ছিনতাইসহ বিভিন্ন ঘটনা ঘটিয়ে আসছিলো। কিছু দিন আগে মোহাম্মদপুরের কিশোর গ্যাংদের মধ্যে অন্যতম “আনোয়ার ওরফে স্যুটার আনোয়ার গ্রুপ” এর কিশোর গ্যাং সদস্য হিসেবে ইউনুছ (২৮) ছিনতাইকালে করতে গিয়ে ভুক্তভোগীদের হামলা করে মারাত্মক যখম করে। এছাড়া দুই কিশোর গ্যাং গ্রুপের আন্তঃদ্বন্দের মাধ্যমে চাপাতি দিয়ে আরেক বিরোধী পক্ষের সদস্যের হাত বিচ্ছিন্ন করে টিকটক করার মতো লোমহর্ষক ঘটনা ঘটায়। প্রতিপক্ষের হাত বিচ্ছিন্ন করে টিকটক করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে।

তিনি আরও বলেন, তারা ৪০ থেকে ৫০ জন একসাথে এলাকায় এসে ত্রাসের সৃষ্টি করে ছিনতাই, চাঁদাবাজি ও পথচারীদের নিকট হতে মোবাইল ছিনতাইসহ বিভিন্ন ঘটনা ঘটায়। আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা কিশোর গ্যাং “আনোয়ার ওরফে স্যুটার আনোয়ার গ্রুপ” চক্রের সদস্য। শিহাব করিম বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান ও বসিলাসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ ভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। এছাড়াও বিভিন্ন সময় তারা এলাকায় প্রভাব বিস্তার করতে দেশীয় অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

র‍্যাব জানিয়েছে, ইউনুছ (২৮) এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দু টি হত্যার চেষ্টা, একটি দস্যুতা মামলা এবং আদাবর থানায় এক টি ডাকাতি মামলাসহ মোট চারটি মামলা ও তার সহযোগী মসাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুল (৩৬) বিরুদ্ধে আদাবর থানায় একটি মানব পাচার মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তীতে র‌্যাব-২ এই ধরনের অভিযান অব্যহত থাকবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার (সকাল ৬:১৯)
  • ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১লা রজব, ১৪৪৬ হিজরি
  • ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

Our Website Visitors Summary

  • ১৪
  • ১৮
  • ৬৭
  • ৫৬৫
  • ১,৯৭২
  • ২৫,৭৪৫
  • ৩৪,৯০৩