ইতিমধ্যেই বক্স অফিসে ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘জওয়ান’। আপাতত শাহরুখে মজে রয়েছেন সিনেমাপ্রেমীরা। কিং খানের এই সিনেমাকে ব্লকবাস্টার বললেও কম বলা হয়। কিন্তু শাহরুখের কাছে কতটা গুরুত্বপূর্ণ সিনেমার ব্যবসা? এ বিষয়ে নিজেই মুখ খুলেছিলেন ‘বাদশা’। নাহ, ‘জওয়ান’ মুক্তির আগে পড়ে কোনও সাক্ষাৎকার দেননি কিং খান। ‘পাঠান’-এর আগেও দেননি। জানা গেছে, শাহরুখ নাকি আপাাতত আলাদা করে ইন্টারভিউ না দেওয়ারই নীতি নিয়েছেন। তবে ১০ বছর আগে এক সাক্ষাৎকারে সিনেমার ব্যবসা, টাকার অঙ্ক তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি নিজেই বলেছিলেন।
এক সাক্ষাৎকারে কিং খানকে প্রশ্ন করা হয়েছিল ১টা সিনেমার ১০০ কোটি ক্লাবে জায়গা করে নেওয়া তার কাছে গুরুত্বপূর্ণ কিনা? এমন প্রশ্নে ঠিক কী বলেছিলেন শাহরুখ?
কিং খানের কথায়, নম্বর দেওয়া বিষয়টাতেই তো সীমাবদ্ধতা রয়েছে। কেন ১০০ কোটি টাকা? আমার মনে হয় ১০০০ কোটি টাকার ব্যবসা করুন। ১০০০ কোটির অবাস্তব চিন্তা নিয়েই আমি সকালে ঘুম থেকে উঠতে পছন্দ করি। আমি নিজেকে ১০০তে সীমাবদ্ধ রাখব?
শাহরুখের এই সাক্ষাৎকার থেকেই স্পষ্ট তিনি নিজেকে কোনওদিনই নির্দিষ্ট কোনও সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চাননি। বরাবরই বড় স্বপ্ন দেখতেই ভালোবাসেন কিং খান। যেসময় কোনও বলিউডের সিনেমা ১০০০ কোটি টাকার ব্যবসা করা স্বপ্ন ছিল, সেসময় থেকেই হাজার কোটির স্বপ্ন দেখতেন বাদশা।
আর আজ ২০২৩-এ দাঁড়িয়ে তার সেই স্বপ্ন সফল। চলতি বছরে মুক্তি পাওয়া শাহরুখেন দুটি সিনেমাই (‘পাঠান’-‘জওয়ান’) ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে।