• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন
                               

সাভারে সাংবাদিককে হুমকি ও মারধরের প্রতিবাদ

রিপোর্টারঃ / ১৫৩ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

সাভারে কারখানা দখলের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা করা হয়। এতে হামলা ও নাশকতা মামলার আসামির তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি দেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাভার প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার (৩০ মে) সকালে সাভারের মুক্তির মোড় এলাকায় সাভার প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন, ডেইলি স্টার ও নাগরিক টেলিভিশনের সাভার প্রতিনিধি আখলাকুল রহমান আকাশ এবং দৈনিক দেশ রূপান্তর ও ডেইলি অবজারভারের সাভার প্রতিনিধি মো. ওমর ফারুক। এর আগে, গত সোমবার (২৬ মে) সাভার পৌরসভার ভাগলপুর এলাকার একটি সিরামিকস কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক পক্ষের হামলায় আহত হন সাংবাদিক আখলাকুল রহমান আকাশ। এর আগে (২১ মে) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার অভ্যন্তরে জামায়াত নেতার অবস্থান ও কার্যক্রম পরিচালনার অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে তথ্য জানতে চাইলে সাংবাদিক ওমর ফারুককে অকথ্য ভাষায় গালাগাল ও জেলে পাঠানোর হুমকি দেন কারখানা মালিক।

মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে নানা সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের অসংগতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। সাংবাদিকদের নির্যাতনকারী ব্যক্তিদের শাস্তি না হওয়ায় অপরাধপ্রবণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কার ইন্ধনে সাংবাদিককে পেটানো হলো তা দ্রুত খতিয়ে বের করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলে ভবিষ্যতে আর কেউ সাংবাদিকদের গায়ে হাত তুলতে সাহস পাবে না । মানববন্ধন থেকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য বলেন, আমরা এর আগেও দেখেছি আমাদের সাংবাদিক ভাইদের ওপর বিভিন্ন মামলা-হামলার ঘটনা ঘটেছে। এরই পরিপ্রেক্ষিতে বেঙ্গল সিরামিক কারখানার মালিকানা নিয়ে দ্বন্দ্বে কারখানার ভেতর গণ্ডগোলের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দ্য ডেইলি স্টারের সাংবাদিক আখলাকুর রহমান। সেখানে তাকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। আমরা সাংবাদিকরা তো কারখানার মালিক হতে চাই না। আমরা গিয়েছি তথ্য সংগ্রহ করতে। এরজন্য কি আমাদের মার খেতে হবে?

তিনি আরও বলেন- অন্যদিকে আমাদের আরেক সহকর্মী দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক ওমর ফারুক এক জামায়াত নেতার তথ্য জানতে চাওয়ায় এক কারখানা মালিক অকাথ্য ভাষায় গালাগাল করে জেলে পাঠানোর হুমকি দিয়েছে। সাংবাদিকদের তথ্য চাওয়াটা কি অপরাধ? আমরা কি অপরাধী? আমরা এসব ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। এসব ঘটনার সুষ্ঠু বিচার না পেলে আগামীতে আরও জোড়ালো আন্দোলন গড়ে তোলা হবে। প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব বলেন, আমরা সাংবাদিকরা তো অপরাধী না। একটি অপরাধ সংগঠিত হলে সেখানে নিউজের জন্য তথ্য সংগ্রহ করতে যাবো এটাই স্বাভাবিক। কিন্তু সেখানে গিয়েও যদি আমাদের হামলা ও হুমকির শিকার হতে হয় তাহলে আমরা যাবো কোথায়? আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। যদি দ্রুত দোষীদের আইনের আওতায় না আনা হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।

উল্লেখ্য, গত সোমবার (২৬ মে) সাভারের ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড নামের একটি সিরামিক কারখানা দখলের অভিযোগ পেয়ে সেখানে তথ্য সংগ্রহে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করছিলেন সাংবাদিক আকাশ।‌ এ সময় কারখানার একপক্ষের লোকজন তাকে মারধর করেন এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে তার সহকর্মীরা গিয়ে আহত ওই সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকের দায়ের করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কারখানাটির সামনে গেলে কারখানার সহকারী ব্যবস্থাপক রাফি সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ ও দেখে নেওয়ার হুমকি প্রদান করেন। পরে বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেমের কাছে জানতে চাইলে তিনিও সাংবাদিক ওমর ফারুককে অকথ্য ভাষায় গালাগাল করে জেলে পাঠানোর হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (সকাল ১১:২৬)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ১২
  • ৩৭
  • ৫৯
  • ৬২২
  • ১,৬৯৬
  • ২৫,২৯৭
  • ৩৪,১৮৮