আব্দুর রহমান: সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা, প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু সাঈদ, সিনিয়র শিক্ষক আবুল খায়েরসহ সকল সহকারী শিক্ষকবৃন্দ। এসময় কোরআন তেলাওয়াত, হামদ্-নাত, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন, কুইজ, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধু শীর্ষক বক্তব্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মো. হাবিবুল্লাহ।