আব্দুর রহমান: সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় কলেজের হলরুমে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মো. মশিউর রহমানের সভাপতিত্বে ও রসায়ন বিভাগের ইন্সট্রাক্টর মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর মো. আনিছুর রহমান, ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর ধর্মদাস সরকার, রেডিও এন্ড টিভি বিভাগের ইন্সট্রাক্টর রঞ্জন কুমার সরকার, গণিত বিভাগের ইন্সট্রাক্টর মাহবুবর রহমান, বাংলা বিভাগের ইন্সট্রাক্টর সফিকুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন ইভেন্টের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এরআগে সকাল সাড়ে ৯টায় খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।