সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতের নাম সফিজুল ইসলাম (৪০)। সে কলারোয়ার দামুদরকাটি গ্রামের মৃত মোফাজ্জল আলীর ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কলারোয়া থানার ব্রজবাকস গ্রামের জনৈক সামছুরের কৃষি জমির দক্ষিণ পাশে ব্রজবাকস-সোনাবাড়িয়াগামী পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ’র নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গত ৫ অক্টোবর রাত দেড়টায় এসআই দেব কুমার দাস, এএসআই গোপাল চন্দ্র বৈদ্য, এএসআই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত স্থানে অভিযান চালায়। এসময় সফিজুল ইসলামকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ ঘটনায় কলারোয়া থানার মামলা হয়েছে। মামলা নং-০৪, তাং- ০৬/১০/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিঃ আইন, ২০১৮ সালের ৩৬ (১) টেবিলের ১৪ (গ)/৪১।