আব্দুর রহমান: সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টায় জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি ও সকাল সাড়ে ৯টায় খুলনা রোড মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে সাতক্ষীরা জেলা পরিষদ হলরুমে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ওসমান গণি। কর্মসূচিতে অংশ নেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশীদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান (৩) এড. শাহনওয়াজ পারভীন মিলি, শেখ আমজাদ হোসেন, জেলা পরিষদের সদস্য মাহফুজা সুলতানা রুবি, শিল্পী রানী মহালদার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এসএম খলিলুর রহমান, জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদর উপজেলা আ.লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।