• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
                               

সাতক্ষীরায় ২০১৩ সালের পরিস্থিতি আর ফিরিয়ে আনা সম্ভব না : ডিআইজি

রিপোর্টারঃ / ৪৫৮ বার ভিজিট
আপডেটঃ সোমবার, ২৪ জুলাই, ২০২৩

পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বলেছেন, “কোন অপশক্তি উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবে না। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আমরা বাংলাদেশ পেয়েছি। শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উড়ে চলেছে। সহিংসতার চেষ্টা করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করলে তা মেনে নেওয়া হবে না।’ সোমবার বেলা ১১টায় পুলিশ লাইন্স মিলনায়তনে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক। প্রধান অতিথি আরো বলেন, ‘গত ১৫ বছর ধরে দেশের যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট অগ্রগতি হয়েছে।’ ডিজিটাল বাংলাদেশের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথমে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিলে অনেকে ব্যঙ্গ করতো। আজ দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। স্মার্ট বাংলাদেশের ঘোষণা নিয়েও একটি মহল হাস্যরস করলেও ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে রুপান্তর হবে এবং স্মার্ট বাংলাদেশ এর নাগরিক হিসেবে আমরা উন্নত দেশের কাতারে দাঁড়াতে পারবো।’ উপস্থিত সুধীজনদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা চোখ-কান খোলা রাখুন, বাকি কাজ আমরা করবো। হাজার চেষ্টা করলেও সাতক্ষীরায় ২০১৩ সালের পরিস্থিতি আর ফিরিয়ে আনা সম্ভব না।’ প্রান্তিক পর্যায়ে তথা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ‘কোন অপশক্তিকে মাথা চাড়া দিতে দেওয়া হবে না। একাত্তর সালে পুলিশ গুলি ছুড়ে যুদ্ধ করেছে। কেউই আমাদের রুখতে পারবে না।” জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা আ.লীগের সহ-সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবুল কালাম বাবলা, জেলা শিল্প ও বনিক সমিতি’র সভাপতি নাসিম ফারুক খান মিঠু, জেলা আনসার ভিডিপি’র কমান্ডার মোরশেদা খানম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার মন্ডল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম প্রমুখ। এসময় জেলার সাতটি উপজেলা পরিষদ চেয়ারম্যান, ২টি পৌরসভার মেয়র, ৭৮ টি ইউনিয়নের চেয়ারম্যান, গ্রাম পুলিশ সদস্য, আনসার ভিডিপির সদস্য, জেলা পুলিশিং কমিটির সদস্য, বিট পুলিশ, ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (সকাল ১০:৩১)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ১০
  • ৩৩
  • ৫৯
  • ৬১৮
  • ১,৬৯২
  • ২৫,২৯৩
  • ৩৪,১৮৪