সরকারি কেনাকাটার ক্ষেত্রে দরদাম আরও বেশি প্রতিযোগিতামূলক করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে এসব জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। তিনি জানান, কোনোভাবেই যাতে কম যোগ্যতার প্রতিষ্ঠান কাজ না পায় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ব্যাপারে আরও বেশি প্রতিযোগিতামূলক হতে নির্দেশনা দিয়েছেন তিনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২৮ তারিখ বিএনপির সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, জনগণের দুর্ভোগ না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সে ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।
সচিব জানান, ইচ্ছাকৃত ঋণখেলাপি হলে বাংলাদেশ ব্যাংক সরাসরি তার বা তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। সিদ্ধান্ত অনুযায়ী ঋণ খেলাপি হলে তিনি বিদেশ যেতে পারবে না এবং পরবর্তীতে ব্যবসা করতে পারবে না। তবে তাকে দুই মাস সময় দেয়া হবে। এর মধ্যে ঋণ ফেরত না দিলে মামলা হবে তার বিরুদ্ধে।