শ্যামনগরে শিক্ষক পরিমল কুমার রায়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন শ্যামনগর থানা-পুলিশ। তাদের স্বীকারোক্তিতে উদ্ধার করা হয়েছে ডাকাতিকৃত মালামালের কিছু অংশ। শনিবার (১৫ জুলাই) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাখায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল রাত সাড়ে ৩টার দিকে নিজ নিজ বাড়ী থেকে তাদের গ্রেপ্তার করেন ৷ গ্রেপ্তারকৃত ব্যক্তিরা উপজেলার দক্ষিণ পশ্চিম আটুলিয়া গ্রামে আব্দুল গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী ও হায়বাতপুর গ্রামে শেখ ইসমাইল হোসেনের ছেলে শেখ জাহিদুল ইসলাম ৷ শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ পেয়ে প্রথমে নয়ন ঢালীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শেখ জাহিদুল কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তির স্বীকারোক্তিমতে আটুলিয়া গ্রামে ইউনুস গাজীর পরিত্যাক্ত খড়ের গাদার নিচে থেকে ২টি স্বর্ণের রুলি ও ৮ হাজার টাকাসহ ৬ টি শাড়ি উদ্ধার করা হয়। অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে ৷ উল্লেখ্য গত শুক্রবার গভীর রাতে শিক্ষক পরিমল রায়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়।