আব্দুল হান্নান, শ্যামনগর: শ্যামনগর উপজেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ’ শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে শ্যামনগর উপজেলার প্রগতি সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় এডভোকেসি কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ আশেক-ই-এলাহি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম। সভায় এডভোকেসি নেটওয়ার্ক কমিটির অগ্রগতি কার্যক্রম পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় এডভোকেসি কমিটির সদস্য, আমজাদ হোসেন মিঠু, কৃষ্ণা সরকার, মতিন্দ্রনাথ, ফরিদা পারভীন, আব্দুল হান্নান, অনুপম কুমার ঘোষসহ অন্যান্যরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য যে সকল কার্যক্রম পরিচালনা করেছে তা তুলে ধরেন। সভাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটিসহ অন্যান্য কমিটিতে যাতে এই কমিউনিটির মানুষগুলো অংশগ্রহণ করতে পারে সেগুলো নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে আগামী ষান্মাসিক কর্মপরিকল্পনা তৈরি করার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।