• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন
                               

শিল্পী সমিতির নির্বাচন বানচাল হওয়ার আশঙ্কা

রিপোর্টারঃ / ১৪৭ বার ভিজিট
আপডেটঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

রাত পোহালেই শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে নির্বাচনের ভোটগ্রহণ। এর মধ্যেই শিল্পী সমিতির নির্বাচন বানচাল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে কালবেলাকে নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ইতোমধ্যেই বেশকিছু প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবেশ নিয়ে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে নির্বাচনের দিন প্রযোজক, পরিচালক সমিতির প্রবেশ নিয়ে তারা আপত্তি জানিয়েছে। যা আমাদের ব্যথিত করেছে। এমন হলে নির্বাচন বর্জনের একটা সিদ্ধান্ত নিয়ে কথা হয়েছে। এ বিষয়ে আমরা নিজেরা মিটিং করে একটা সিদ্ধান্তে এসেছি। রাতের মধ্যে সবার প্রবেশের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।’

এ বিষয়ে এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু কালবেলাকে বলেন, ‘এখনো এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তাই নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই। কারও কোনো অভিযোগ থাকলে সে বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার সুযোগ আছে। এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে।’ দুই প্যানেলের একটিতে আছেন অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল আর অন্যটিতে একসময়ের জনপ্রিয় নায়ক মাহমুদ কলি ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। মিশা-ডিপজল পরিষদের হয়ে নির্বাচনে সহসভাপতির পদে লড়বেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব। এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।

এ ছাড়াও কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, সাঞ্জু জন, ফিরোজ মিয়া। অন্যদিকে, মাহমুদ কলি-নিপুণ প্যানেলের প্রার্থী হয়েছেন- সহসভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান। সহসাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মারুফ আকিব, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান।কার্যকরী পরিষদের সদস্য পদের হিসেবে থাকছেন সুজাতা আজিম, নাদের চৌধুরী, পীরজাদা হারুন, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো.সাইফুল, সাদিয়া মির্জা, সনি রহমান, হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান। ইতোমধ্যেই ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছ নির্বাচন কমিশন। এবারই প্রথম শিল্পীদের নির্বাচনে ভ্রাম্যমাণ আদালত থাকবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ৮:২৯)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ৪০
  • ৯০
  • ৫৬৯
  • ১,৭০৮
  • ২৫,২৮৭
  • ৩৪,২৪১