• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
                               

লেভারকুজেনের সাথে পয়েন্ট হারালো বায়ার্ন

রিপোর্টারঃ / ৪১৪ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

ম্যাচের শুরুতে হ্যারি কেন গোল করে বুন্সেদলিগায় বায়ার্ন মিউনিখকে জয় উপহার দিতে পারেননি। এক্সেকুয়েল পালাসিওসের ইনজুরি টাইমের নাটকীয় পেনাল্টিতে শুক্রবার বায়ার লেভানকুজেনের সাথে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে বাধ্য হয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঁজ এরেনাতে গতকাল শুক্রবার সাত মিনিটেই পোস্টের খুব কাছে থেকে বল জালে জড়িয়ে কেন বায়ার্নকে এগিয়ে দেন। এবারের মৌসুমে চার ম্যাচে এটি কেনের চতুর্থ গোল। এ্যালেক্স গ্রিমালডোর দুর্দান্ত ফ্রি-কিকে লেভারকুজেন ২৪ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান। জার্মান মিডফিল্ডার লিও গোরেতকা ম্যাচ শেষের চার মিনিট আগে আবারো বায়ার্নকে এগিয়ে দিলে জয়ের ক্ষণ গুনছিল বর্তমান চ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। ইনজুরি টাইমে আলফনসো ডেভিসের ফাউল ভিএএর প্রযুক্তিতে ধরা পড়লে পেনাল্টি উপহার পায় লেভারকুজেন। স্পট কিক থেকে পালাসিওস লেভারকুজেনকে এক পয়েন্ট উপহার দেন। আর্জেন্টাইন এই মিডফিল্ডার তার দলকে এই গোলের মাধ্যমে এখনো অপরাজিত থাকা নিশ্চিত করেছেন। ম্যাচ শেষে রেফারির কাছে প্রতিপক্ষের দুই গোল নিয়ে অভিযোগ জানিয়েছেন বায়ার্নের হতাশ অধিনায়ক থমাস মুলার। বিশেষ করে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মুলার। তার মতে এই ঘটনা ইংল্যান্ডের লিগে হলে তারা কখনই পেনাল্টি দিতনা। বায়ার্ন কোচ থমাস টাচেলও এ ব্যপারে একমত পোষন করে বলেছেন, ‘ঘটনাটা ঠিকই ঘটেছে। কিন্তু রেফারির সিদ্ধান্তে আমরা হতাশ। ৯৪ মিনিটে এই ধরনের একটি সিদ্ধান্ত কোনমতেই মেনে নেয়া যায়, যেখানে বিষয়টি এড়ানোর সুযোগ ছিল।’ জাভি আলনসোর লেভারকুজেন গোল ব্যবধানে বর্তমান চ্যাম্পিয় বায়ার্নকে টপকে এখনো টেবিলের শীর্ষে রয়েছে। দুই দলই চার ম্যাচে সমান ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। আলনসো বলেছেন, ‘আজকের ম্যাচে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তবে দিনের শেষে বায়ার্নের সাথে এক পয়েন্ট সংগ্রহ করা সত্যিই স্বস্তির। আমাদের এই ধারা বজায় রাখতে হবে।’ লেরয় সানে কর্ণার থেকে সাত মিনিটে কেন গোল করে বায়ার্নকে এগিয়ে দেন। যদিও তাকে কড়া মার্কিংয়ে রেখেছিলেন গ্রানিথ জাকা। এবারের মৌসুমে প্রথম চারটি প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচে ১৯ গোল করে এখনো পর্যন্ত অপরাজিত থাকা লেভারকুজেন অবশ্য কাল আক্রমনভাগে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে ২৪ মিনিটে সেট পিস থেকে গ্রিমালডো স্বাগতিক গোলরক্ষক সেভেন উলরেইখকে পরাস্ত করে লেভারকুজেনকে সমতায় ফেরান। এই গোলের পর লেভারকুজেন বেশ গোছানো ফুটবল খেলেছে। বিশেষ করে এ্যাটাকিং মিডফিল্ড পজিশনে ফ্লোরিয়ান রিটজ ও ভিক্টর বোনিফেসেরে পার্টনারশীপে বায়ার্ন পিছু হঠতে বাধ্য হয়। রিটজের কাছ থেকে বল নিয়ে বোনিফেস বল জালে জড়ালেও অল্পের জন্য অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। প্রথমার্ধ শেষের ১০ মিনিট আগে রিটজের শট উলরেইখকে পরাস্ত করলেও বারে লেগে ফেরত আসে। ৭০ মিনিটে টাচেল ফরাসি টিনএজার মাথিস টেলকে মাঠে নামান। আন্তর্জাতিক বিরতির আগে বরুশিয়া মনচেনগ্ল্যাডবাচের বিপক্ষে বদলী বেঞ্চ থেকে উঠে এসে গোল করা টেল আরো একবার বায়ার্নকে টেনে তুলেন। তার বাড়ানো বলেই গোরেতকা বায়ার্নকে আবারো এগিয়ে দেন। কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। ইনজুরি টাইমে বক্সের ভিতর জোনাস হফম্যানকে ফাউল করে বসেন ডেভিস। স্পট কিক থেকে পালাসিওস গোল করে লেভারকুজেনকে সমতায় ফেরান। আগামী বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করবে বায়ার্ন।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (রাত ১০:৪১)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ৪৮
  • ১১০
  • ৫৮৯
  • ১,৭২৮
  • ২৫,৩০৭
  • ৩৪,২৬১