• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন
                               

লন্ডনে যুক্তরাষ্ট্র বিএনপির ৩০ নেতা

রিপোর্টারঃ / ৫৯৩ বার ভিজিট
আপডেটঃ শনিবার, ১৫ জুলাই, ২০২৩

সরকার পতনের এক দফার আন্দোলনে আন্তর্জাতিক জনমত সুসংহত করার নির্দেশ দিলেন লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রের ১৮টি স্টেট ও সিটি কমিটির ৩০ নেতাকে নিয়ে রবিবার লন্ডনে এ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, সবকটি কমিটির মর্যাদা হবে জেলার এবং সভাপতি/আহ্বায়ক ও সেক্রেটারি/সদস্য-সচিবরা পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য বলে গণ্য হবেন।

উল্লেখ্য, দীর্ঘ পথ-পরিক্রমাতেও গত ১২ বছরে বিএনপির যুক্তরাষ্ট্র শাখা গঠিত হতে পারেনি। বিকল্প হিসেবে সিটি ও স্টেট কমিটির অনুমোদন দেয়া হয়। এবং এই ১৮ কমিটির মাধ্যমেই মার্কিন মুল্লুকে বহুজাতিক সমাজে বিএনপির আন্দোলনের পক্ষে কাজ করার কথা ভাবছেন নীতি-নির্ধারকরা। আর এমন পরিকল্পনায় সমন্বয় সাধন করছেন সহকারী আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পরই কয়েকজন নেতা এ সংবাদদাতাকে জানান, অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে নানা ইস্যুতে কথা বলেছেন তিনি।

নিউইয়র্ক স্টেট বিএনপির আহ্বায়ক মাওলানা অলিঊল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান ও সদস্য-সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা ও সদস্য-সচিব বদিউল আলম, ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল-সহ ৩০ নেতা-কর্মীর সকলেই কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অনুযায়ী নিজ নিজ এলাকা এবং স্টেট ডিপার্টমেন্ট, ক্যাপিটল হিল, জাতিসংঘের সামনে বিভিন্ন কর্মসূচি দেবেন বলে শোনা যাচ্ছে।

উল্লেখ্য, ৩৬ জনকে ডেকেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু নানাবিধ কারণে ৬ জন লন্ডন যেতে পারেননি। দলের শীর্ষ নেতার সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণকারি অপর ২৫ জন ছিলেন দেওয়ান আকমল চৌধুরী-সভাপতি, মিশিগান স্টেট, সেলিম আহমেদ-সাধারণ সম্পাদক, মিশিগান স্টেট, নাহিদুল খান সাহেল-সভাপতি, জর্জিয়া স্টেট, সৈয়দ বদরে আলম-সভাপতি, নিউইংল্যান্ড স্টেট, আলী হায়দার মানসুর-সাধারণ সম্পাদক, নিউ ইংল্যান্ড স্টেট, শাহ মোঃ গোলাম কাদের-সভাপতি, পেনসিলভেনিয়া স্টেট, মোঃ নুর উদ্দিন নাহিদ নিয়াজ-সাধারণ সম্পাদক, পেনসিলভেনিয়া স্টেট, বদরুল আলম চৌধুরী শিপলু-সভাপতি, ক্যালিফোর্নিয়া স্টেট, এম ওয়াহিদ রহমান-সাধারণ সম্পাদক, ক্যালিফোর্নিয়া স্টেট, তৌফিকুল আম্বিলা টিপু-সভাপতি, কানেকটিকাট স্টেট, সৈয়দ জুবায়ের আলী- সভাপতি, নিউজার্সি স্টেট (নর্থ), হোসেন পাঠান বাচ্চু- সাধারণ সম্পাদক, নিউজার্সি স্টেট (নর্থ), সৈয়দ মোহাম্মদ কাউসার- সভাপতি, নিউজার্সি স্টেট (সাউথ), শাহ মোজাম্মেল নান্টু-সভাপতি, শিকাগো স্টেট, জহির খান-আহ্বায়ক, ভার্জিনিয়া স্টেট, তোফায়েল আহমেদ-সদস্য সচিব, ভার্জিনিয়া স্টেট, সাহিদুর রহমান খান চৌধুরী-সভাপতি, মেরিল্যান্ড স্টেট, মোঃ কাজল-সাধারণ সম্পাদক, মেরিল্যান্ড স্টেট, এনামুল হক চাকলাদার-সভাপতি, ফ্লোরিডা স্টেট, ইলিয়াস খান- সাধারণ সম্পাদক, ফ্লোরিডা স্টেট, আহবাব চৌধুরী খোকন-আহ্বায়ক, নিউইয়র্ক মহানগর নথ, ফয়েজ চৌধুরী- সদস্য সচিব, নিউইয়র্ক মহানগর নর্থ, এম সাইদুল হক সাঈদ- সভাপতি, টেক্সাস স্টেট, জহিরুল ইসলাম জহির- সাধারণ সম্পাদক, টেক্সাস স্টেট, এমডি হাসিবুল হাসান হাবিব- আহ্বায়ক, ওহাইয়ো স্টেট।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (ভোর ৫:৩৬)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ১৯
  • ৫৯
  • ৬০৪
  • ১,৬৭৮
  • ২৫,২৭৯
  • ৩৪,১৭০