আগামী ২৮ অক্টোবর ২০২৩-২০২৪ মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সংস্কারের কারণে ক্যাম্প ন্যু বন্ধ থাকায় অস্থায়ী হোম গ্রাউন্ড এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে মাদ্রিদকে আতিথ্য দিবে বার্সেলোনা। এবারের মৌসুমে এ পর্যন্ত চার ম্যাচের সবকটিতেই জয়ী হয়ে ১২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে রয়েছে মাদ্রিদ। দুই পয়েন্ট পিছিয়ে জিরোনার সাথে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই লড়াইয়ের আগে মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে ২৪ অক্টোবর ব্রাগা সফরে যাবে, অন্যদিকে ২৫ অক্টোবর শাখতার দোনেৎস্ককে আতিথ্য দিবে কাতালান জায়ান্টরা। গত মৌসুমে সব মিলিয়ে পাঁচবার একে অপরের মুখোমুখি হয়েছে রিয়াল-বার্সা। এর মধ্যে দুইবার লা লিগায়, স্প্যানিশ সুপারকোপার ফাইনাল ও কোপা ডেল রে’র দুই লেগের সেমিফাইনালে। গত অক্টোবরে লিগে মাদ্রিদ ৩-১ গোলে বার্সেলোনাকে পরাজিত করেছিল। ১৫ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে সুপারকোপার ফাইনালে বার্সেলোনা একই ব্যবধানে মাদ্রিদকে পরাজিত করে শিরোপা জয় করে। কোপা ডেল রে’তে মাদ্রিদ প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থেকেও ৫ এপ্রিল ক্যাম্প ন্যুতে ৪-০ গোলের জয় ছিনিয়ে নেয়। ১৯ মার্চ ক্যাম্প ন্যুতে লা লিগায় বার্সেলোনা ২-১ গোলে জয়ী হয়ে মাদ্রিদের থেকে ১০ পয়েন্টে এগিয়ে লিগ শিরোপা নিশ্চিত করে। প্রাক-মৌসুমেও এই দুই দল মুখোমুখি হয়েছিল। গত ২৯ জুলাই টেক্সাসের এটি এণ্ড টি স্টেডিয়ামে বার্সেলোনা ৩-০ গোলে জয়ী হয়। উভয় ক্লাবই এবারের গ্রীষ্মে নিজেদের দল শক্তিশালী করার সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে। মাদ্রিদে এসেছে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, স্প্যানিশ এ্যাটাকার জোসেলু, গোলরক্ষক কেপা আরিজাবালাগা, ফ্রান গার্সিয়া, ব্রাহিম দিয়াজ ও আরডা গুলার। অন্যদিকে বার্সেলোনা ইকে গুনডোগান, ইনিগো মার্টিনেজ ও ওরিয়ল রোমেউ ছাড়াও ট্রান্সফারের শেষ দিনে দলে ভিড়িয়েছে দুই পর্তুগীজ তারকা হুয়াও ক্যান্সেলো ও হুয়াও ফেলিক্সকে।