নিজস্ব প্রতিনিধি: ‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবায় মিলে সুস্থ থাকি’ স্লোগানে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিকালে ব্রাক সাতক্ষীরার আয়োজনে পৌরসভার ইটাগাছা পুর্বপাড়ায় এসব কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বিকাল ৪টায় ইটাগাছা পুর্বপাড়ায় এলাকাবাসীর অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে মশক নিধন স্প্রে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। পরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ব্রাক ইউডিপির ফিল্ড কো-অর্ডিনেটর মো. ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। এসময় ব্রাক’র প্রোগ্রাম অর্গানাইজার আকাশ মন্ডল, অসীম ঘোষ, রাশিদুল হাসানসহ এলাকার শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থাপক ছিলেন ব্রাক’র জেলা সমন্বয়ক এ এস কে আশরাফুল মাশরুদ।