জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম- স্বাধীন বাংলার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে সপরিবারে নিহত হওয়ার পর এখানেই চিরনিদ্রায় শায়িত হন বঙ্গবন্ধু। ইতিহাসের নির্মম সেই কালোদিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে দেশবাসী।
শোক দিবসের সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন বিশেষ মোনাজাতে। এসময় উপস্থিত থাকবেন মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনীর প্রধান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা। পরে মিলাদ ও বিশেষ দোয়ায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এরইমধ্যে বঙ্গবন্ধুর সমাধি সৌধে পরিচ্ছন্নতা ও ধোয়ামোছার কাজ শেষ হয়েছে। ব্যানার ও তোরণে ছেয়ে গেছে গোপালগঞ্জের সড়ক ও মহল্লাগুলো। জেলা আওয়ামীলীগের পক্ষ থেকেও সব প্রস্তুতি নেয়া হয়েছে। এছাড়া পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি সারা হয়েছে।