আফগানিস্তান: ৩৯/২ (৭.২ ওভারে)
(বৃষ্টি পর্যন্ত)
ওয়ানডে সিরিজে হারের বদলা’র সঙ্গে প্রথমবারের মতো আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দেয়ার মঞ্চ প্রস্তুত সিলেটে।
তাসকিন (২-০-১৪-২),হাসান মাহমুদের (২-০-৪-০) বোলিংয়ে সে আবহই পাচ্ছে দর্শক সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ দল যখন আফগানিস্তানের টুটি চেপে ধরেছে, তখন ৭.২ ওভার শেষে নেমেছে বৃষ্টি।
শ্রাবনের প্রথম দিনে শ্রাবণধারায় ভিজছে সিলেট স্টেডিয়ামভর্তি দর্শক। ৬টা ৩৬ মিনিটে বৃষ্টি নামার আগে আফগানিস্তানের স্কোর ছিল ৩৯/২। মোহাম্মদ নবী ১৪ বলে ১১ এবং ইব্রাহিম জাদরান ২০ বলে ১১ রানে ব্যাটিংয়ে ছিলেন তখন।
ইনিংসের ৪র্থ বলে ছক্কা খেয়ে পরের বলে পেয়েছেন উইকেট তাসকিন। তাসকিনের শর্ট বলে পুল করতে যেয়ে ক্যাচ দিয়েছেন ডেঞ্জারম্যান গুরবাজ (৫ বলে ৮)।
তাসকিনের দ্বিতীয় ওভারের প্রথম বলে হযরতউল্লাহ জাজাই কভার ড্রাইভে বাউন্ডারি মেরে ওই ওভারের চতুর্থ বলে এক্সট্রা বাউন্সে উইকেটের পেছনে দিয়েছেন ক্যাচ। এই উইকেট পেয়ে উইকেটের হাফ সেঞ্চুরি পূর্ণ হয়েছে তাসকিনের।
সর্বশেষ : ৬টা ৫৬ মিনিটে থেমেছে বৃষ্টি। ৭টা ১২ মিনিটে পিচ কভার উঠানো হয়েছে। ৮টা ৫ মিনিটে ম্যাচ অফিসিয়ালরা মাঠ পর্যবেক্ষণ করে ৮টা ১৫ মিনিটে ম্যাচ পুনরায় শুরুর সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ ২০ ওভারের পরিবর্তে নেমে এসেছে ১৭ ওভারে।