বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো নারীকর্মীর সংখ্যা ১১ লাখ ৬৬ হাজার ১৭৬ জন। নারী শ্রমিকরা যেন কোন বৈষম্যের শিকার না হয়, সে জন্য সর্বদা সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘নারী শ্রমিকরা যেন কোনো বৈষম্যের শিকার না হয়, সেজন্য সর্বদা সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত আছে। নারী কর্মীদের সুরক্ষায় সৌদি আরব, জর্ডান, ওমান ও লেবাননে মোট ৬টি সেফ জোন আছে।’ সরকার দলীয় সংসদ সদস্য সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতার প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ‘বিদেশে নারী কর্মীর চাহিদা বেশি এমন দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মরিশাস, লেবানন ও বাহারাইন অন্যতম।’
জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চলতি অর্থবছরের ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশে ৪ লাখ ৫৩ হাজার ৩৩৭ জন কর্মীর (নারী ও পুরুষ) প্রবাসে কর্মসংস্থান হয়েছে। বিগত ২০২২-২৩ অর্থবছরে কর্মসংস্থান হয় নারী ও পুরুষ মিলিয়ে ১১ লাখ ২৫ হাজার ৮২৫ জনের।’