ময়মনসিংহ সদরে ব্রহ্মপুত্র নদে ড্রেজারের বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জয়নব বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার বোররচর ইউনিয়নের মৃর্ধাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়নব বেগম একই এলাকার আবু বক্করের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মৃর্ধাপাড়া গ্রামে জালাল উদ্দিন গ্রুপ এবং রব্বানি গ্রুপের লোকজনের পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন সরকারিভাবে খননকৃত ব্রহ্মপুত্র নদের ড্রেজারের বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটনা ঘটে। এতে বল্লমের আঘাতে জয়নব বেগমের মৃত্যু হয়। আহত হয় আরও অন্তত ১০ জন। তাদের মধ্যে নিহতের ছেলেসহ আরেকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।