বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক আজ বলেছেন যে স্থানীয় অটোমোবাইল উৎপাদন শিল্পকে উৎসাহিত করা দরকার, যাতে বাংলাদেশ সেকেন্ড-হ্যান্ড গাড়ি আমদানি-নির্ভরতা হ্রাস করে নিজস্ব গাড়ি তৈরি করতে পারে। গাজীপুরের বঙ্গবন্ধু হাই-টেক পার্কে ফেয়ার টেকনোলজি-হুন্ডাই কারখানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ‘দেশে তৈরি গাড়ি পরিবেশের জন্যও ভালো হবে।’
রাষ্ট্রদূত বলেন, মঙ্গোলিয়া ও লাওসের মতো উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশও পুরনো গাড়ি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। প্ল্যান্ট পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, এই গাড়ি তৈরির কারখানা বাংলাদেশ কীভাবে এলডিসি গ্রুপ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তার একটি অনন্য উদাহরণ। তিনি দেশে আরও বিনিয়োগ আকর্ষণে উন্নত কর ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ পরিবেশের আরও উন্নতির ওপর জোর দেন। ফেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ফেয়ার টেকনোলজি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসিম দাইয়ানও বক্তব্য রাখেন ।
মাহবুব বলেন, তারা বাংলাদেশে উৎপাদিত হুন্দাই গাড়ির পাঁচ বছরের ওয়ারেন্টিসহ সবচেয়ে প্রতিযোগিতামূলক মূল্যে সরবরাহ করছেন। ‘আমরা সারা দেশে আমাদের পরিষেবা কেন্দ্র সম্প্রসরণ করছি।’ তিনি বলেন, বর্তমানে তারা প্রতি মাসে ১৫০টি হুন্ডাই গাড়ির অ্যাসেম্বল করছেন এবং তাদের আগামী বছর বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ৬০০০ গাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, তাদের ভবিষ্যতে বাংলাদেশের তৈরি গাড়ি রপ্তানির পরিকল্পনা রয়েছে।