সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনয়নের ফয়জুল্ল্যাহপুর এলাকায় আগুনে পুড়ে যাওয়া ৩নং ওয়ার্ড আ.লীগের কার্যালয় পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু। বুধবার (৯ আগস্ট) বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আ’লীগের ওই কার্যালয় পরিদর্শন করেন তিনি। এসময় এঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে উপস্থিত নেতাকর্মীদের আশ্বস্ত করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। পরিদর্শণকালে সাতক্ষীরা সদর থানা আ’লীগের সাধারণ-সম্পাদক শাহ্জাহান আলী, সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ-সম্পাদক সামছুর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) মধ্যরাতে ফয়জুল্ল্যাহপুর এলাকার ওয়ার্ড আ.লীগের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনে অফিসের প্রয়োজনীয় কাগজপত্রসহ আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।