পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে অনুষ্ঠেয় দু’টি সভায় নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকান্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, উপজেলা প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন অফিসার পারভিন আক্তার বাবু, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মাধ্যমিক কর্মকর্তা মোঃ শাহজাহান আলী শেখ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পিআইও ইমরুল কায়েস, সমবায় অফিসার হুমায়ূন কবির, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, অধ্যক্ষ আজহার আলী, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মোঃ রিয়াজ উল আজাদ, সহকারী শিক্ষা অফিসার মির্জা মিজানুর আলম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহজাহান আলী, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আঃ মান্নান গাজী, শাহজাদা মো. আবু ইলিয়াস ও জিএম আব্দুস সালাম কেরু, ভারঃ চেয়ারম্যান পুলকেশ রায় ও শংকর বিশ্বাস, আওয়ামীলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, যুবলীগের আজিজুল হাকিম বক্তৃতা করেন। আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।