প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হলেই হবে না, গ্রহণযোগ্যও হতে হবে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সিইসি।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিছুর রহমান জানান, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে এখনও তারিখ ঠিক হয়নি। জানা গেছে, আগামী সংসদ নির্বাচনের জন্য বিভিন্ন পর্যায়ের ৯ লাখের বেশি কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন। ধাপে ধাপে তাদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।