পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বিদেশ সফর কমানোর চেষ্টা করা হবে। তিনি বলেন, নির্বাচনের আগে আমরা প্রধানমন্ত্রীর সফর কমানোর চেষ্টা করবো। কারণ নির্বাচনের আগে তিনি দেশে দলীয় কর্মসূচিগুলোতে অংশ নেবেন। কিন্তু আজকেও একটি সফরের সম্মতি আমাদের দিতে হয়েছে।
আজ সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্জিত সাফল্য বিষয়ক প্রকাশনা ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য (২০১৯-২৩)’ এর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২০১৯ থেকে ২০২৩ এর মধ্যে যে কাজগুলো আমরা করেছি তা বঙ্গবন্ধুর পররাষ্ট্র নীতি মেনেই করা হয়েছে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া পররাষ্ট্র নীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয়’ এই নীতি আমাদের জন্য হাতিয়ার। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ফরেন সার্ভিস একাডেমি স্থাপন করে দিয়েছিলেন শেখ হাসিনা সরকার। ডি-৮ এর সদস্যদের সমূহে কূটনীতিকদের ট্রেনিং করার ব্যবস্থা এ ফরেন সার্ভিস একাডেমিতে করা হয়েছে।