বিশ্বকাপের মাঝপথে কাঁধে চোট পেয়েছিলেন তাসকিন। যে কারণে ২টি ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। তাই ঘরের মাঠে আসন্ন নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না এ পেসার।
মূলত মাসেল টিয়ারের সমস্যায় ভুগছেন তাসকিন। তাই ঝুঁকি না নিতেই আসন্ন টেস্ট সিরিজে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমকে তাসকিন নিজেই বিষয়টি জানিয়েছেন।
তাসকিন বলেন, ‘কাঁধে সমস্যা নিয়ে আমি বিশ্বকাপে খেলেছি। যে কারণে ছন্দটা পাইনি। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলব না। একটু বিশ্রাম নিয়ে এই সময়টায় রিকভারির জন্য চেষ্টা করব।’ টেস্ট সিরিজে না খেললেও নিউ জিল্যান্ড সফরে তাসকিন আহমেদকে পাবে বাংলাদেশ। টাইগার পেসার বলেন, ‘আশা করি নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের আগে ফিট হয়ে যাব।’
চলতি মাসের ২৮ তারিখে সিলেটে সিরিজের প্রথম টেস্টে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ ডিসেম্বর ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।