ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কেদারখোলা গ্রামে বিদেশি পিস্তলসহ মামুন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। আটককৃত মামুন মিয়া পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪/৮/২৩) দুপুরে উপজেলার বীরগাঁও ইউনিয়নের কেদারখোলা গ্রামের নদীর পাড়ে ঘুরাঘুরি করছিল মামুন। সন্দেহজনক মনে হওয়ায় গ্রামের লোকজন মামুনকে আটক করে নবীনগর থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে এ দিন সন্ধ্যায় পিস্তলসহ মামুনকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে ওসি মাহবুব আলম বলেন, অস্ত্র আইনে মামলা করে মামুনকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।