• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
                               

নন-ক্যাডারের সুপারিশ পেলেন ৯৮২১ জন

রিপোর্টারঃ / ৩৬৯ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

অন্যান্য বিসিএস ক্যাডার পদে সুপারিশ পাওয়ার পর অপেক্ষমাণ তালিকা থেকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এবার প্রথম ৪১তম বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার দুটোই একসঙ্গে সুপারিশ করা হয়েছে। ক্যাডারে হিসেবে ২ হাজার ৫৩৬ জনকে নিয়োগের সুপারিশ করার কথা ছিল। তবে ১৬টি পদে নিয়োগযোগ্য প্রার্থী পাওয়া যায়নি। এজন্য ২ হাজার ৫২০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। এছাড়াও এবারের ফলাফলে মোট ৯ হাজার ৮২১ জন প্রার্থীকে নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) ৪১তম চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও সাধারণ ক্যাডারের শূন্য পদের সংখ্যা কম হওয়ায় উত্তীর্ণ সব প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি। যেসব প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা সম্ভব হয়নি, তাদের ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ এর বিধান অনুযায়ী সরকারের নিকট হতে শূন্য পদে নিয়োগের রিকুইজিশন প্রাপ্তি সাপেক্ষে পর্যায়ক্রমে ৯ম, ১০ম, ১১তম ও ১২তম গ্রেড এর নন-ক্যাডার পদে মেধাক্রম ও বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করে সুপারিশের লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হবে।

তবে এ ধরনের উদ্যোগ সুপারিশ প্রাপ্তির কোনো নিশ্চয়তা দেওয়া হবে না। সরকারের নিকট হতে শূন্য পদের প্রাপ্যতা এবং প্রার্থীর একাডেমিক ও অন্যান্য উপযুক্ততার ওপর নন-ক্যাডার পদে সুপারিশ প্রাপ্তি নির্ভর করবে। এ ব্যাপারে পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও বলা হয়েছে একই বিজ্ঞপ্তিতে। ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নিয়োগ নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৮৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পুলিশে ১০০, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১০৮ জন ও সহকারী ডেন্টাল সার্জন ১৭১ জনকে নেওয়া হবে।

এছাড়া পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, নিরীক্ষা ও হিসাবে ২৩ জন, সমবায়ে ৮ জন, শুল্ক ও আবগারি ২৩ জন, পরিবার পরিকল্পনায় ১৭৩ জন, খাদ্যে ৮ জন, পররাষ্ট্রে ২৫ জন, তথ্যে ৩৮ জন, ডাকে ২ জন, রেলওয়ে ৮ জন, করে ৬০ জন ও বাণিজ্যে ৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি কৃষিতে ২৩০ জন, মৎস্যে ৪৮ জন, খাদ্যে ২ জন, বনে ৩৬ জন, তথ্যে (সহকারী বেতার প্রকৌশলী) ৯ জন, পশুসম্পদে ৭৬ জন, জনস্বাস্থ্য প্রকৌশলে ৩৬ জন, গণপূর্তে ৫১ জন, রেলওয়ে ৯ জন, সড়ক ও জনপদে ২৩ জন, পরিসংখ্যানে ১২ জনকে নিয়োগের সুপারিশ করেছে সংস্থাটি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার (সকাল ১০:২৬)
  • ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ৪৫
  • ৪১
  • ৮৭
  • ৬৩৩
  • ১,৮৬০
  • ২৫,৪২৮
  • ৩৪,৪৬৬