পড়ালেখার পাশাপশি খেলাধুলা, মুক্তচিন্তা ও জ্ঞানবিজ্ঞানে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বহুমুখি পদক্ষেপ নিয়েছে স্যার জন উইলসন স্কুল। নতুন লোগো উন্মোচনের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে নতুন অনেক বিষয়ও যুক্ত করা হয়েছে। এ উপলক্ষে শনিবার রাজধানীর সাঁতারকুলে স্কুলের ক্যাম্পাসে আয়োজন করা হয় অনুষ্ঠানমালার। অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, মুক্তচিন্তা ও শিল্প বিজ্ঞানে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে স্যার জন উইলসন স্কুল। উন্মোচন করা হয়েছে স্কুলের নতুন লোগো। সেই উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের এই মিলনমেলা।
শনিবার রাজধানীর সাতারকুলের প্রধান শাখায় নানা আনুষ্ঠানিকতায় নতুন লোগো উন্মোচন করা হয়। অংশ নেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীরা। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল জানান, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি মুক্তচিন্তার দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলেতে নেয়া হয়েছে নতুন কিছু পদক্ষেপ। প্রতিষ্ঠানটিতে খেলাধূলার জন্য সুবিশাল মাঠ তৈরি করা হয়েছে। রয়েছে প্লে-গ্রাউন্ডের সব উপকরণ। তাই নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। তৈরি করা হয়েছে সুবিশাল লাইব্রেরি। নিচের তলায় শিশুদের জন্য খোলা হচ্ছে আর্ট কর্নার। ১৯৯৫ সালে রাজধানীতে যাত্রা শুরু করে স্যার জন উইলসন স্কুল।