সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নানের বিরুদ্ধে বিধি বর্হিভূতভাবে স্কুলের সম্পত্তি নিজ নামে ইজারাসহ স্কুলের গাছকাটার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ করেছেন কাশিপুর গ্রামে মো. রহমত আলী। অভিযোগে জানাযায়, স্কুল ভবনটি ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। সম্প্রতিক স্কুলের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান প্রশাসনের অনুমতি না নিয়ে স্কুলের ৫৭টি গাছের ডাল কেটে বিক্রি করিয়াছে। যাহা সম্পূর্ণ বিধি বর্হিভূত। বিষয়টি নিয়ে ড. আব্দুল মান্নান সদুত্তোর দিতে পারেননি। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তনাধীন আছে।