• বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
                               

ধর্ষণের ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে ফের ধর্ষণ

রিপোর্টারঃ / ২৩১ বার ভিজিট
আপডেটঃ শুক্রবার, ১৭ মে, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুরে বাবার অসুস্থতার সুযোগ নিয়ে প্রতিবেশী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কারিগরি শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৭ মে) সকালে এ বিষয়ে কাজিপুর থানায় এক‌টি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নিজেই। অভিযুক্তের নাম- আব্দুর রশিদ। তিনি প্রতিবেশী তফিজ উদ্দিনের ছেলে। তিনি ভবানীপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের সহকারী শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর অসুস্থ বাবাকে দেখভাল করার জন্য স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়িতে যান মেয়ে। বাবাকে সুস্থ করতে চিকিৎসার পাশাপাশি সেবা করতে থাকেন তিনি। বাবার বাড়িতে যাওয়ার পর থেকেই প্রতিবেশী আব্দুর রশিদ আসা-যাওয়া শুরু করেন। বিভিন্ন সময়, বিভিন্ন অজুহাতে ভুক্তভোগীর বাড়িতে যান তিনি। এরই মাঝে একদিন তার বাবা ওষুধ আনতে বাজারে গেলে, ওঁৎ পেতে থাকা রশিদ তাদের বাড়িতে ঢুকে পড়েন। ভুক্তভোগী তখন বাড়ির উঠান ঝাড়ু দিচ্ছিলেন। সে সময় তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করেন রশিদ এবং মোবাইল ফোনে তা ভি‌ডিও ধারণ করে রাখেন। সেই ভিডিও দিয়ে ব্লাকমেইল করতে থাকে আব্দুর রশিদ। আর গোপন ভি‌ডিওর ভয় দেখিয়ে একের পর এক ধর্ষণ করতে থাকে ভুক্তভোগীকে। একপর্যায়ে ঘটনাটি জানাজানি হলে তার অভিভাবকরা এলাকার মুরুব্বিদের জানিয়েও বিচার না পেয়ে বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করতে তার মোবাইল ফোন নম্বরে বারবার কল করলেও ফোন রিসিভ হয়নি।

ভবানীপুর টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে পাপ যে করেছে তার শাস্তি হবে। আমিও চাই এ ঘটনার সঠিক বিচার হোক। কাজিপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • বুধবার (রাত ৩:১৫)
  • ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৮ই রজব, ১৪৪৬ হিজরি
  • ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

Our Website Visitors Summary

  • ২৮
  • ৭৩
  • ৫২১
  • ২,১৬৫
  • ২৫,৯৭০
  • ৩৫,৪০৬