দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন বাংলাদেশে দুর্যোগ মোকাবেলায় একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। দেশে দুর্যোগের ঝুকিতে থাকা জনগোষ্ঠিকে নিরবিচ্ছিন্নভাবে সুরক্ষা বলয়ের আওতায় আনতে দুর্যোগ পুর্বাভাস প্রস্তুতি ও মোকাবেলায় সকলকে অন্তর্ভূক্তিমূলক ব্যবস্থায় যুক্ত করতে কার্যক্রম গ্রহন করা হচ্ছে। আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় শক রেসপনসিভ সোশ্যাল প্রোটেকশন ইন অ্যান্টিসিপেটরি অ্যাকশন শীর্ষক জাতীয় পরামর্শমূলক কর্মশালায় প্রতিমন্ত্রী একথা বলেন।
এই জাতীয় পরামর্শক কর্মশালার প্রাথমিক উদ্দেশ্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর প্রস্তাবনা এবং পরামর্শগুলো যাচাই করা। এই সংস্থাগুলো বাংলাদেশে অ্যান্টিসিপেটরি অ্যাকশন উইথ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামের পরকিল্পনা প্রণয়নে সহায়তা করছে। আলোচনায় বাংলাদেশের সামাজিক সুরক্ষা কর্মসূচির কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। সামাজকি সুরক্ষা কাঠামোর মধ্যে আগাম প্রস্তুতি কার্যক্রমের মাধ্যমে জলবায়ু এবং আবহাওয়া-সংক্রান্ত বিপর্যয়ের আগে ঝুকিপুর্ণ জনগোষ্ঠী, কৃষক এবং সামুদ্রকি মৎস্যজীবীদের সাথে কাজ করা, অংশীদারিত্বকে শক্তিশালী করা এবং র্কাযক্রমগুলো সমন্বতি করার বিষয়ে আলোচনা করা হয়।
জাতীয় পরার্মশমূলক কর্মশালাটিতে সামাজিক সুরক্ষা এবং র্দুযোগ ঝুঁকি ব্যবস্থাপনার বিশেষজ্ঞ, নীতনির্ধারক এবং অনুশীলনকারীদের নিয়ে উচ্চ-পর্যায়ের প্যানেল আলোচনার আয়োজন করা হয়। প্যানেল আলোচনার মাধ্যমে বাংলাদেশে শক রেসপনসিভ সোশ্যাল প্রোটকেশন অগ্রগতির মূল এবং উদীয়মান বিষয়গুলো গভীরভাবে বিশ্লেষণের পাশাপাশি কৌশলগত সুপারিশ গ্রহণের সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ের সচিব মোঃ কামরুল হাসান এনডিসি, বাংলাদেশে এফএও প্রতিনিধি ড. জাওসিন শি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-মহাসচিব জনাব সুলতান আহমেদ, ইসিএইচও এর (দিজি ইকো) আন্না অরলান্ডিনি, অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জনাব তপন কুমার চক্রবর্তী এবং জার্মান রেড ক্রস এর সিনিয়র রিপ্রেসেন্টেটিভজনাব গৌরভ রে। কর্মশালাটি সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান।