স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় কলেজের হলরুমে। কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের পরিচালনা পরিষদের সভাপতি এবং সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বক্তব্য রাখেন কলেজের শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রদ্যুত কুমার বিশ্বাস, শিক্ষক পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ সহ নবীন ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষক তৈয়েব হাসান বাবু এবং রোভার নেতা প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।