• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন
                               

দাবদাহের খবর পড়ার সময় গরমে অজ্ঞান সংবাদ পাঠিকা

রিপোর্টারঃ / ২৩২ বার ভিজিট
আপডেটঃ রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। পশ্চিমবঙ্গেও একই অবস্থা। অসহ্য গরমে কাহিল কলকাতাবাসীও। প্রতিদিন কলকাতায় ৪০ ডিগ্রির উপরে থাকছে তাপমাত্রা। এই তীব্র দাবদাহের বিষয়ে খবর পাঠের সময় গরমে জ্ঞান হারালেন সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা। কলকাতা দূরদর্শনের সংবাদপাঠিকার পাশাপাশি তার আরেকটি পরিচয় হলো তিনি টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী। ‘মিঠাই’সহ একাধিক মেগাধারাবাহিকে অভিনয় করে টেলিভিশন দর্শকদের মাঝে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তিনি। সংবাদ পাঠকালীন অসুস্থ হওয়ার ভিডিও গত শুক্রবার নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেই জানিয়েছেন, ‘লাইভ নিউজ চলাকালীন আমার রক্তচাপ মারাত্মক কমে যায়। আমি অজ্ঞান হয়ে যাই।’

লোপামুদ্রা বলেন, ‘সংবাদ পড়ার সময়ে বেশ কিছুক্ষণ ধরেই আমার শরীর খারাপ লাগছিল। মনে হচ্ছিল একটু পানি খেলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেইসময়ে কোনও বাইট না আসায় পানি খেতে পারিনি। শেষমেশ একটা বাইট এলে আমি ফ্লোর ম্যানেজারকে ইশারা করে পানি চাই। পানিটা খাইও। তারপর আস্তে আস্তে চোখের সামনে টেলিপ্রম্পটারটা ঝাপসা হয়ে আসতে থাকে।’ এরপরই জ্ঞান হারান লোপা মুদ্রা। ২১ বছরের ক্যারিয়ারে লোপামুদ্রা এই প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলেও জানান।

লোপামুদ্রা জানান, পানি নিয়ে সংবাদ পাঠ করতে বসার অভ্যাস কোনোওদিনই তার নেই। সেটা ১০ মিনিটের হোক কিংবা আধ ঘণ্টার। তাই এদিনও নেননি। তিন নম্বর স্টোরি ছিল হিট ওয়েভের ওপর। সেটা পড়ার সময়েই কথা জড়িয়ে যাচ্ছিল তার। সঞ্চালিকা তথা অভিনেত্রী ভেবেছিলেন পুরো সংবাদ পাঠ করা শেষ করতে পারবেন। কিন্তু আচমকাই ব্ল্যাক আউট হয়ে যান। এরপর ফ্লোরের সকলকে ছুটে এসে তার চোখেমুখে পানির ছিটা দিতে দেখা যায়। মাথায়ও বাতাস করতে থাকেন সকলে। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে লোপামুদ্রার। কিন্তু সেদিন তখনই বুলেটিন শেষ করার সিদ্ধান্ত নেন নিউজ প্রোডিউসার। পেশাদার সংবাদপাঠিকা হিসেবে ক্ষমাও চেয়ে নেন লোপামুদ্রা।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

আজকের দিন-তারিখ

  • সোমবার (সকাল ১১:০৩)
  • ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

Our Website Visitors Summary

  • ১১
  • ৩৪
  • ৫৯
  • ৬১৯
  • ১,৬৯৩
  • ২৫,২৯৪
  • ৩৪,১৮৫