তালায় শিল্পী নামে এক নারীকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগষ্ট) সকালে উপজেলার খেজুর বুনিয়া বাজারে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে। রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক নাসির হোসেন, অমিত সরদার, জুলেখা বেগম প্রমুখ। এসময় বক্তরা বলেন, শিল্পী আক্তারের মায়ের সাথে এলাকার অনেকের অনৈতিক সম্পর্ক ছিল।তাদের অনৈতিক কাজ সে দেখে ফেলার কারণে পূর্বপরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে। আমরা অতিদ্রুত দোষিদের গ্রেফতারসহ বিচারের জোর দাবী জানাচ্ছি।