তালা উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাটকেলঘাটা ইমারত শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় গাজী সুজাউদ্দীন সভাপতি শেখ আবু দাউদ সাধারন সম্পাদক নির্বাচিত হন। কমিটির অনান্য সদস্যরা হলেন, সহ- সভাপতি হজরত আলী মোড়ল সিরাজুল ইসলাম, রজব আলী মোল্যা, আরমান আলী মোড়ল, যুগ্ম -সম্পাদক আলফাজ হোসেন বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক মুসা সরদার, আফছার আলী মোড়ল, ভগীরথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আতিকুর হাসান, প্রচার সম্পাদক জিয়াউর রহমান খান, কোষাধ্যক্ষ ইকবল হোসেন, দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন, সুমন শেখ, আমিনুর রহমান। নিবার্চনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আবুল কালাম আজাদ মিলন। সহকারী নির্বাচন কমিশনার শিক্ষক মুজিবর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সরুলিয়া ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ ঠিকাদার সমিতির সভাপতি শেখ শাহবাজ আলী সহ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।