তীব্র তাপপ্রবাহে রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন এবং হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে ইয়ুথ এডাপটেশন ফোরাম সাতক্ষীরা।রবিবার (২৯ এপ্রিল) সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ বিতরণ কার্যক্রম চালানো হয়।এতে উপস্থিত ছিলেন, কর্ণ বিশ্বাস কেডি, মো. হোসেন আলী, ইব্রাহিম খলিল, আবু তাহের, মোকাররম বিলাহ, অর্নব মন্ডল, লাবনী মজুদার, বাবলী আক্তার,শেখ হাবিব,মাসুদ রানা, নির্মল মন্ডল প্রমূখ।সেচ্ছাসেবীরা জানান, ইয়ুথ এডাপটেশন ফোরামটি সাতক্ষীরা’র সকল সেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়ে গঠিত যৌথ একটি প্ল্যাটফর্ম। তাপপ্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। বিশেষ করে জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেটের বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।