বায়ুদূষণের শীর্ষে আজ পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
দূষণমাত্রার তালিকায় শীর্ষে থাকা লাহোরের স্কোর হচ্ছে ১৬৬ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরের স্কোর ১৬৪ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
তৃতীয় অবস্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই। এই শহরটির স্কোর ১৬৩ অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, রাজধানী ঢাকার অবস্থান ৩৮ নম্বরে এবং স্কোর ৫৮ অর্থাৎ এখানকার বায়ু আজ সহনীয়।