ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ২০২৩-২৪ মৌসুমের জন্য তাদের নারী দলের হোম ফিকশ্চার প্রকাশ করেছে। বাংলাদেশের সঙ্গে দুটি সিরিজ খেলবে তারা। পাকিস্তান সফর শেষে দক্ষিণ আফ্রিকা তাদের হোম সিজন শুরু করবে সেপ্টেম্বর-অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলে। এরপরই বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি, তারপর সমান সংখ্যক ওয়ানডে খেলবে ডিসেম্বরে। বেনোনি, কিম্বার্লি, ইস্ট লন্ডন ও পচেফস্ট্রুমে হবে এই ছয় ম্যাচ। ওয়ানডে সিরিজ হবে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অন্তর্ভুক্ত। আগামী ৩ ডিসেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি, ভেন্যু বেনোনির উইলোমুর পার্ক। কিম্বার্লির কিম্বার্লি ওভালে পরের দুটি ম্যাচ ৬ ও ৮ ডিসেম্বর। প্রথম ওয়ানডে ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে। ২০ ও ২৩ ডিসেম্বর পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভাল ও বেনোনিতে হবে শেষ দুটি ওয়ানডে।