জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে এক বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ১ বিলিয়ন ডলারের তহবিল পাবে বাংলাদেশ। এতে সর্বাধিক গুরুত্ব পাবে সুন্দরবন। ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় এ ব্যাপারে নিশ্চয়তা মিলেছে। উল্লেখ্য, আজকের একনেকের সভায় ১৮ হাজার ৬৬ কোটি টাকা ব্যায়ে ১৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।