অবশেষে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন দাস। ভাইরাস জ্বর সেরে উঠতে না পারায় এশিয়া কাপ থেকেই ছিটকে গেছেন তিনি। তার বদলে দলে ফিরেছেন আরেক ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়। বুধবার (৩০ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে ইনজুরির কারণে ছিটকে গেছেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল। এবার লিটন দাস। ফলে টাইগারদের নিয়মিত দুই ওপেনারের একজনও থাকছে না এশিয়া কাপে।
তবে বিকল্প হিসেবে দলে ফেরা উইকেট কিপার ব্যাটার ও ওপেনার বিজয়ও বেশ অভিজ্ঞ। এর আগে ৪৪ ম্যাচ খেলে ১ হাজার ২৫৪ রান করেছেন তিনি। গত বছর ভারতের বিপক্ষে ওয়ানডে খেলার পর বাদ পড়েন বিজয়।
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দেখান ঝলক। লিগে ভালো করলেও জাতীয় দলের সেটআপে বিবেচিত হননি। এশিয়া কাপের প্রাথমিক ক্যাম্পেও বিজয়কে রাখা হয়নি। ২০ জনের তালিকায় না থাকা এই ব্যাটারকে বিসিবি পরিচালিত বিশেষ ক্যাম্পেও দেখা যায়নি।
আচমকা বিজয়কে দলে নেয়ার কারণ সম্পর্কে ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক, সে ঘরোয়া ক্রিকেটে রান করেছে। তাকে আমরা বাংলাদেশ টাইগার্স ক্যাম্পে দেখেছি। সে সব সময় বিবেচনায় ছিল। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন টপ অর্ডার ব্যাটার দরকার যে কিনা আবার কিপিংও করতে পারে।
শুরু থেকেই একের পর এক বাধা ও চ্যালেঞ্জে মোকাবিলা আজ বুধবার এশিয়া কাপের পর্দা উঠছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এবার কোন দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। সবাই চাবে বিশ্বকাপের আগে নিজেদের সেরাটা দিতে এবং শিরোপা ঘরে তুলতে। টাইগারদের নিয়েও এবার ভক্তদের আশা অনেকটা আকশচুম্বি। আগামীকাল শ্রীলঙ্কাকে দিয়ে এশিয়া কাপ মিশনের শুরু করবে বাংলাদেশ। এবার টাইগাররা দারুণ কিছু করবে এমনটাই আশা সবার।